করোনাভাইরাসে আক্রান্ত হলে স্বাস্থ্যসেবা দিবে Healthpharma
সুকান্ত ধর
বিশ্বে করোনাভাইরাস আতঙ্কে আমরা বাংলাদেশ বাসিও আছি, ইতিমধ্যে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা দিয়েছেন।
এই আতঙ্কের মধ্যে একটা স্বস্তির বার্তা হচ্ছে আপনি ঘরে বসে প্রয়োজনীয় দেশী বিদেশী ওষুধ, সার্জিক্যাল আইটেম, ব্যক্তিগত পরিচ্ছন্নতার পণ্য অনলাইনে অর্ডার করে বাসায় পেতে পারেন। এই সেবাটি দিচ্ছে বর্তমানে Healthpharma ( DC-17093, online model pharmacy) মানুষের সুবিধার কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি ঢাকার ভিতরে ঔষধ ফ্রী হোম ডেলিভারি করছে ঢাকার বাহিরে কুরিয়ারে পৌঁছে দিচ্ছে।
প্রতিষ্ঠানটি উদ্যোক্তা শওকত রহমান সুজন বলেছেন আমাদের প্রতিষ্ঠান ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজনীয় পণ্য নির্ধারিত মূল্যে সরবরাহ করছে। গ্রাহক আমাদের সেবা পেয়ে অনেক খুশি।জাতির এই ক্রান্তি সময়ে মুনাফা নয় মানুষের মনে সেবা দিয়ে জায়গা করে নিতে চায় প্রতিষ্ঠানটির উদ্যোক্তা।
ওষুধ অর্ডার করতে ভিজিট করতে পারেন কোম্পানির ওয়েবসাইট healthpharma.com.bd (Online Model Pharmacy) অথবা নিচের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রেসক্রিপশনের ছবি পাঠিয়ে দিতে পারেন Healthpharma "এ" গ্রেড ফার্মাসিস্ট টিমের কাছে।
Mob:01648462005 imo, WhatsAppsবিশ্বে করোনাভাইরাস আতঙ্কে আমরা বাংলাদেশবাসিও আছি, ইতিমধ্যে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা দিয়েছেন।